Robi to Robi Balance Transfer Code | How to Balance Transfer Robi to Robi

আপনি যদি রবি’র গ্রাহক হয়ে থাকেন তাহলে রবি থেকে রবি ব্যালেন্স ট্রানন্সফার (Robi to Robi Balance Transfer) সার্ভিসটির সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন। 

আপনার জীবনকে আরও সহজ করতে রবি নিয়ে এলো একটি নতুন সার্ভিস, রবি থেকে রবি ব্যাল্যান্স ট্রান্সফার। এখন আপনি খুব সহজে আপনার পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে যারা রবি সিম ব্যবহার করছে তাদের সাথে ব্যাল্যান্স ট্রান্সফার করতে পারেন।

এছাড়াও রবির প্রি-পেইড কাস্টমাররা অন্য যেকোন রবি নাম্বারে ব্যাল্যান্সের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন, যা কিনা বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো দারুণ একটি সার্ভিস।

রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার (Robi to robi balance transfer service 2021) অনেক সহজ একটি সিস্টেম। আপনি আপনার রবি সিম থেকে অন্য যে কারো রবি সিমে balance transfer করে দিতে পারেন।

আজকে আপনাদেরকে দেখাবো, কিবাবে আপনি একটি রবি সিম থাকে অন্য একটি রবি সিমে ব্যালান্স টান্সফার করবেন। 

How to Balance Transfer Robi to Robi?

রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার ৩টি পদ্ধতি রয়েছে। তাহলে এক এক করে সব গুলো পদ্ধতি দেখে নেয়া যাকঃ

Robi to Robi Balance Transfer Code

এক রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যাল্যান্স ট্রান্সফার করার জন্য একটি USSD Code রয়েছে। যে কোডটি ডায়াল করে আপনি আপনার রবি সিম থাকে অন্য যে কারো রবি সিমে সরাসরি ব্যাল্যান্স/ টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। রবি থেকে রবি ব্যাল্যান্স ট্রান্সফার করার কোডটি হচ্ছেঃ *140*6*1#

  • স্টেপ -১ঃ প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড এ চলে যান, তারপর *140*6*1# কোডটি রবি সিম দিয়ে ডায়াল করুন।
  • স্টেপ -২ঃ কোডটি ডায়াল করার পর আপনাকে টাকার পরিমান দিতে হবে, টাকার পরিমান দেয়ার পর Send এ ক্লিক করে দিন।
  • স্টেপ -৩ঃ তারপর আপনি যে রবি নাম্বারে টাকা ট্রান্সফার করবেন, নাম্বারটি দিবেন, নাম্বার দেয়ার পর Send এ ক্লিক করুন।
  • স্টেপ -৪ঃ আপনার ব্যালেন্স সফলভাবে ট্রান্সফার হয়ে গিয়েছে।

এভাবে Robi to Robi Balance Transfer Code ব্যবহার করে খুব সহজে এক রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন।

Robi Balance Transfer Using MyRobi App

MyRobi App দিয়েও এক রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। MyRobi App ব্যালেন্স ট্রান্সফার স্টেপগুলো নিচে দেয়া হলো:

  • প্রথমে Goolge Play Store থেকে MyRobi App টি ডাউনলোড করে নিন।
  • এখন MyRobi App এ Log-in করুন।
  • এখন App এর হোম পেজ থেকে, More Option এ ক্লিক করুন।
  • More Option থেকে Balance Transfer এ ক্লিক করুন।
  • এখন যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন ঐ নাম্বারটি দিন, এবং টাকার পরিমাণ দিন।
  • এখন Process এ ক্লিক করুন, Balance Transfer Successful. ব্যালেন্স ট্রান্সফার হয়ে গিয়েছে।

Robi Balance Transfer Using SMS

এখন আপনাকে রবি থেকে রবি ব্যাল্যান্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আপনার প্রথম ব্যাল্যান্স ট্রান্সফারের সময় আপনার রেজিস্ট্রেশন অটোম্যাটিক হয়ে যাবে। SMS এর মাধ্যমে ব্যাল্যান্স ট্রান্সফার করতে নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ

স্টেপ – ১: প্রথমে আপনি আপনার মোবাইলের SMS পাঠানোর অপশনে যান।

স্টেপ – ২: তারপর আপনি যে পরিমাণ টাকা / ব্যাল্যান্স ট্রান্সফার করতে চান তা টাইপ করুন। উদাহরণসরূপ আপনি ৩০ টাকা / ব্যাল্যান্স ট্রান্সফার করতে চান। তাহলে আপনার SMS body তে 30 লিখুন।

স্টেপ – ৩: তারপর আপনি যে নাম্বারে ব্যাল্যান্স ট্রান্সফার করতে চান সেই নাম্বারের আগে 1212 যোগ করে Send করুন। (1212 018XXXXXXXX )

স্টেপ – ৪: আপনার ব্যাল্যান্স ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার ব্যাল্যান্স ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়ে থাকলে আপনি একটি পিন কোড পাবেন। ভবিষ্যতে ব্যাল্যান্স ট্রান্সফারের জন্য পিন কোডটি সেভ করে রাখুন। পিন কোডটি ডিজেবল অথবা অকার্যকর করতে off লিখে 1210 তে SMS করুন।

How to Send Balance Transfer Request?

রিকোয়েস্ট পাঠাতে হলে আপনার মোবাইলে সর্বনিম্ন ৬০ পয়সা থাকতে হবে। আপনি যদি রবি ব্যাল্যান্স ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে চান তবে নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ

স্টেপ – ১: প্রথমে আপনি আপনার মোবাইলের SMS পাঠানোর অপশনে যান।

স্টেপ – ২: তারপর আপনি যে পরিমাণ টাকা / ব্যাল্যান্স আনতে চান তা টাইপ করুন। উদাহরণসরূপ আপনি ২৫ টাকা / ব্যাল্যান্স রিকোয়েস্ট পাঠাতে চান। তাহলে আপনার SMS body তে 25 লিখুন।

স্টেপ – ৩: তারপর আপনি যে নাম্বার থেকে ব্যাল্যান্স আনতে চান সেই নাম্বারের আগে 1211 যোগ করে SMS টি Send করুন। (1211 018YYYYYYYY )

স্টেপ – ৪: আপনার দাতা একটি SMS নোটিফিকেশন পাবেন। দাতা আপনার রিকোয়েস্টটি গ্রহণ (accept) করলেই আপনি টাকা / ব্যাল্যান্স পেয়ে যাবেন।

When you Receive a Request

  • আপনি যদি রিকোয়েস্টটি গ্রহণ (accept) করতে চান তবে Y টাইপ করে Reply SMS পাঠিয়ে দিন।
  • আপনি যদি রিকোয়েস্টটি গ্রহণ না (discard) করতে চান তবে N টাইপ করে Reply SMS পাঠিয়ে দিন।
  • আপনি যদি রিকোয়েস্ট পাঠানো ব্যক্তির নাম্বার ব্লক করতে চান তবে B টাইপ করে Reply SMS পাঠিয়ে দিন।

Balance transfer charge

  • যে সিম থেকে Balance ট্রান্সফার করবে করবেন ঐ সিম থেকে ২.৬৭ টাকা চার্জ কেটে নিবে।
  • এবং যে সিমে Balance/টাকা ট্রান্সফার করবে, ঐ সিম থেকেও ২.৬৭ টাকা কেটে নিবে।

Terms & Conditions

  • টাকা ট্রান্সফার পরিষেবাটি ব্যবহার করার জন্য, আপনার সিমটি কমপক্ষে 30 দিনের জন্য সক্রিয় থাকতে হবে।
  • একজন প্রিপেইড গ্রাহক প্রতিদিন সর্বমোট 500 টাকা পাঠাতে পারবে, এবং একবারে সর্বমোট ১০০ টাকা পাঠাতে পারবে।
  • For both prepaid & postpaid, minimum amount to transfer is Tk. 5 and monthly maximum transfer amount is Tk. 1000.
  • আরও বিস্তারিত জানতে ঘুরে আসুন teletalk.com.bd ওয়েবসাইট থেকে।

Leave a Comment